
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রেল এখন অনাথ। শুধু রেলমন্ত্রীই আছেন। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গের ফাঁসিদেওয়াতে দুর্ঘটনার কবলে পড়ার পর বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাওয়ার আগে দমদম বিমানবন্দরে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাবেন। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'এই দুর্ঘটনা আরও মারাত্মক হতে পারত। খবর পাওয়ার পর আমরাই অ্যাম্বুল্যান্স, উদ্ধারকারী দল, ডাক্তার-সহ সবকিছু পাঠিয়েছি। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি।' দুর্ঘটনার পর রেলের তরফে এখনও আট জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। যদিও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ জন আহত হয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আরও অনেক মৃত্যু হয়েছে। যাদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের একসঙ্গে হয়ত পুড়িয়ে দেবে।' তিনি বলেন, ৭০ জন আহত এবং তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা ভাল না। রেলমন্ত্রী হিসেবে এর আগে দায়িত্ব সামলেছেন মমতা। এদিন তিনি বলেন, 'দুর্ঘটনা এড়াতে আমি অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করে দিয়ে এসেছিলাম।' এদিন মুখ্যমন্ত্রী রেলের বিরুদ্ধে 'উদাসীনতা'র অভিযোগ করেন। তাঁর কথায়, 'রেল যাত্রীদের সুযোগ সুবিধা কমে গিয়েছে। খাবারের মান নেমে গিয়েছে। স্লিপার কোচের বিছানা অপরিষ্কার। রেল তার আগের মাধুর্য নষ্ট করে দিয়েছে। এখন রেলের বাজেট উঠিয়ে দিয়েছে।' দেরিতে যাত্রার জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, উত্তরবঙ্গে যাওয়ার বিমান পর্যাপ্ত নয়। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রেলের কর্মীদেরও তারা ঠিকঠাক দেখে না।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও